১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে তরীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শতাধিক শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে তরী’র পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তরীর উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিকী।
তরী`র সাধারণ সম্পাদক মো. রিছান উদ্দিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে তরীর কার্যক্রম চলমান রয়েছে। প্রতি বছরের মতো এই শীতেও আমরা সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে আমাদের এ কার্যক্রম আরো বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।
তরীর উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে তরীর পক্ষ থেকে কম্বল বিতরণ করছি। যেহেতু তরী একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তরীর উপদেষ্টা শিক্ষকদের অর্থায়নে এবং দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় তরীর কার্যক্রম পরিচালিত হয়। এবছরও একটি দাতব্য প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করেছে, তারা কম্বল কিনে নিয়ে এসে আমাদের শিক্ষকদের উপস্থিতিতে এ বিতরনের ব্যবস্থা করেছে। এই শৈত্যপ্রবাহের সময় সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের প্রচেষ্টা।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’ এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তরী’ স্কুল সাত-আট জন পথশিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে শুরু হয় যাত্রা। বর্তমানে এই সংগঠনটিতে সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা প্রায় একশ জন। তরী’র স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষাসফর, শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
জনপ্রিয় সংবাদ

নতুন মূল্যায়ন পদ্ধতি প্রাথমিক শিক্ষাঙ্গনে অস্থিরতার শঙ্কা

জাবিতে তরীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

আপডেট সময় : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শতাধিক শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে তরী’র পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তরীর উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিকী।
তরী`র সাধারণ সম্পাদক মো. রিছান উদ্দিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে তরীর কার্যক্রম চলমান রয়েছে। প্রতি বছরের মতো এই শীতেও আমরা সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে আমাদের এ কার্যক্রম আরো বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।
তরীর উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে তরীর পক্ষ থেকে কম্বল বিতরণ করছি। যেহেতু তরী একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তরীর উপদেষ্টা শিক্ষকদের অর্থায়নে এবং দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় তরীর কার্যক্রম পরিচালিত হয়। এবছরও একটি দাতব্য প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করেছে, তারা কম্বল কিনে নিয়ে এসে আমাদের শিক্ষকদের উপস্থিতিতে এ বিতরনের ব্যবস্থা করেছে। এই শৈত্যপ্রবাহের সময় সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের প্রচেষ্টা।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’ এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তরী’ স্কুল সাত-আট জন পথশিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে শুরু হয় যাত্রা। বর্তমানে এই সংগঠনটিতে সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা প্রায় একশ জন। তরী’র স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষাসফর, শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।