১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বইমেলায় আরজে রিজনের নতুন বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও কথাসাহিত্যিক রিজন আহমেদের নতুন বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল’। নান্দনিক প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। মেলায় ৩৫৬ নম্বর স্টলে এবং অনলাইনেও পাওয়া যাবে।

এরই মাঝে প্রকাশিত হয়েছে লেখকের পাচটি বই- চতুরদলা, নিশব্দের গল্প, শ্যাওলা প্রচীর, কালিমাখা কিছু প্রজাপতি, এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারকে নিয়ে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মেঘমিলন।’। এবার তার নতুন বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল ‘।

বইটি সম্পর্কে লেখক রিজন আহমেদ বলেন, এটি আমার ষষ্ঠ সমকালীন গল্পগ্রন্থ। মানুষের জীবনের হাসি কান্না দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে এই বইটি। এই বইটিতে চেষ্টা করেছি আমার জীবনের কিছু বাস্তব ঘটনাও গল্পে গল্পে তুলে ধরতে। গল্প কেমন বলতে পেরেছি জানি না।

আশা করছি পাঠক বইটিকে খুব ভালবাসা দিয়ে গ্রহণ করবে। তবে এটুকু বলতে পারি আমার প্লাস পয়েন্ট রেডিও। রেডিওতে আরজিং করার কারণে আমার একটা বিশেষ মহল আছে যারা আমাকে খুব পছন্দ করে। তাদের ভালোবাসা পাচ্ছি। তারা লিসেনার হিসেবে যেরকমটা পাশে ছিলো ঠিক তেমনিভাবে পাঠক হিসেবেও পাশে আছেন। বইমেলায় বইটিকে ঘিরে মানুষের বিপুল আগ্রহ দেখে আমি মুগ্ধ। আমি তাদের এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞ।

রিজন আহমেদ লেখালেখি, অভিনয় ও রেডিওতে সমানতালে কাজ করে যাচ্ছে। কাজ করছেন রেডিও জকি হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও স্টেশন ঢাকা এফ এম ৯০.৪ এ। সঞ্চালনা করেছেন কালার্স এফএম ১০১.৬ এর জনপ্রিয় অনুষ্ঠান ‘আল্প স্বল্প গল্প’। বর্তমান সঞ্চালনা করছেন পিপলস রেডিও ৯১.৬ এর জনপ্রিয় অনুষ্ঠান ‘উরাধুরা পিপলস্’ ও ‘পিপলস স্টার’। অভিনয়ের পাশাপাশি তার ভালোলাগার জায়গা লেখালেখি করা। পরিবার, কাজ সব সামলে লেখালেখি করে যাচ্ছে নিয়মিত।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

বইমেলায় আরজে রিজনের নতুন বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল’

আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও কথাসাহিত্যিক রিজন আহমেদের নতুন বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল’। নান্দনিক প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। মেলায় ৩৫৬ নম্বর স্টলে এবং অনলাইনেও পাওয়া যাবে।

এরই মাঝে প্রকাশিত হয়েছে লেখকের পাচটি বই- চতুরদলা, নিশব্দের গল্প, শ্যাওলা প্রচীর, কালিমাখা কিছু প্রজাপতি, এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারকে নিয়ে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মেঘমিলন।’। এবার তার নতুন বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল ‘।

বইটি সম্পর্কে লেখক রিজন আহমেদ বলেন, এটি আমার ষষ্ঠ সমকালীন গল্পগ্রন্থ। মানুষের জীবনের হাসি কান্না দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে এই বইটি। এই বইটিতে চেষ্টা করেছি আমার জীবনের কিছু বাস্তব ঘটনাও গল্পে গল্পে তুলে ধরতে। গল্প কেমন বলতে পেরেছি জানি না।

আশা করছি পাঠক বইটিকে খুব ভালবাসা দিয়ে গ্রহণ করবে। তবে এটুকু বলতে পারি আমার প্লাস পয়েন্ট রেডিও। রেডিওতে আরজিং করার কারণে আমার একটা বিশেষ মহল আছে যারা আমাকে খুব পছন্দ করে। তাদের ভালোবাসা পাচ্ছি। তারা লিসেনার হিসেবে যেরকমটা পাশে ছিলো ঠিক তেমনিভাবে পাঠক হিসেবেও পাশে আছেন। বইমেলায় বইটিকে ঘিরে মানুষের বিপুল আগ্রহ দেখে আমি মুগ্ধ। আমি তাদের এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞ।

রিজন আহমেদ লেখালেখি, অভিনয় ও রেডিওতে সমানতালে কাজ করে যাচ্ছে। কাজ করছেন রেডিও জকি হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও স্টেশন ঢাকা এফ এম ৯০.৪ এ। সঞ্চালনা করেছেন কালার্স এফএম ১০১.৬ এর জনপ্রিয় অনুষ্ঠান ‘আল্প স্বল্প গল্প’। বর্তমান সঞ্চালনা করছেন পিপলস রেডিও ৯১.৬ এর জনপ্রিয় অনুষ্ঠান ‘উরাধুরা পিপলস্’ ও ‘পিপলস স্টার’। অভিনয়ের পাশাপাশি তার ভালোলাগার জায়গা লেখালেখি করা। পরিবার, কাজ সব সামলে লেখালেখি করে যাচ্ছে নিয়মিত।

 

 

স/মিফা