পুলিশি বাধায় বিশ্ব নারী দিবসে র্যালি করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। অনুমতি না থাকায় তাদের র্যালি করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) সকালে সংগঠনটির নেতাকর্মীরা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি বের করলে পুলিশ এতে বাধা দেয়।
এদিন পুলিশের বাধার মুখে নারী কর্মীরা কিছুক্ষণ স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের ভেতর চলে যান।
এদিকে বিশ্ব নারী দিবসে মহিলা দলের র্যালির কারণে সকাল থেকে রাজধানীর ফকিরাপুল, কাকরাইল মোড়ের বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে জলকামানের গাড়িও দেখা গেছে।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এটা দুর্ভাগ্যজনক, আজকে নারী দিবসে পুলিশ নারীদের শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। শান্তিপূর্ণ র্যালি করতে না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পুলিশের এডিসি ফারজানা ইয়াসমিন বলেন, উনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন, সেখানে আমরা বাধা দেইনি। যতটুকু পারমিশন (অনুমতি) ছিল, সেটা আমরা করতে দিয়েছি।
তিনি বলেন, জুমার নামাজের সময় এই র্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সেজন্য আমার সেটা করতে দেইনি।
এদিন জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে উপস্থিত হয়ে বিশ্ব নারী দিবসে দেশের নারী সমাজকে অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নেই, এমন কোনো সপ্তাহও নেই যখন দেশের নারীদের ওপর নির্যাতন চলছে না।


























