ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কক্সবাজার-৩ (ঈদগাঁও–রামু–কক্সবাজার সদর) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম (ভিপি বাহাদুর)-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।
এ সময় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইনসহ দলীয় নেতা-কর্মী ও প্রার্থীর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এমআর/সবা























