সাংবাদিকতার ব্যস্ততা আর পেশাগত চাপের বাইরে পরিবারকে নিয়ে একদিনের আনন্দঘন সময় কাটাতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রানীরহাট সংলগ্ন তৃপ্তি এগ্রো পার্কে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব আয়োজন করে ফ্যামিলি ডে। এ আয়োজনে পরিবারসহ অংশ নেন জেলার বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।
দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা বিনোদনমূলক আয়োজন। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। শিশু-কিশোরদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল বলেন, সাংবাদিকরা সবসময় কাজের মধ্যেই থাকেন। পরিবারকে সময় দেওয়া হয় না বললেই চলে। তাই পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আজাদ মালদার, শওকত মাহমুদ, জমির বেগ, দৈনিক নয়াপয়গাম সম্পাদক মো. এনামুল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, স্টারলাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, স্টারলাইন জনসংযোগ কর্মকর্তা জসিম মাহমুদ প্রমুখ।
প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সংগঠন সহ-সভাপতি সমির উদ্দিন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সবকটি ইভেন্ট সুন্দর ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়েছে। তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।
টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করবে এমন প্রত্যাশা।
ফেনীতে বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস।
এমআর/সবা




















