০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর প্রেসক্লাব ও পৌরসভার আয়োজনে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার  উদ্বোধন 

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাঙালিত্বের সাথে ধর্মের কোনো সংঘর্ষ নেই। ইসলাম ধর্মের সাথে আমাদের শাড়ি পড়া, টিপ পড়ার কোনো সংঘর্ষ নেই। এ বিষয়গুলো অনেক আগেই মীমাংসিত হয়েছে।
১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙ্গালী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীরপাড় নির্মল পরিবেশে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হওয়া মেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আমরা বাঙ্গালী। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। এই বাঙ্গালী সংস্কৃতির ইতিহাসকে মুছে দেবার অপচেষ্টা করে লাভ নেই। বাঙ্গালী সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দ্বার করাতে যারা চায় তারাই দেশের শত্রু। ওই পেঁচা, ওই বাঘমামা সবই আমাদের লোকসংস্কৃতির অনুষঙ্গ। সাংস্কৃতির পূর্ণজাগরণ ঘটাতে এই মেলা বৈশাখী মেলা ভূমিকা রাখবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাবেক সভাপতি রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটোয়ারী, পিপি এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা উদীচী সাবেক সভাপতি দুলাল চন্দ্র দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি তপন সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। এদিনে মেলায় আগত দর্শনার্থীদের স্টল পরিদর্শন ও কেকাকাটার সাথে বিনোদনে ভিন্নমাত্রা যোগ করতে মঞ্চে মনোমুগ্ধকর গান ও নাচসহ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।
জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

চাঁদপুর প্রেসক্লাব ও পৌরসভার আয়োজনে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার  উদ্বোধন 

আপডেট সময় : ০১:০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাঙালিত্বের সাথে ধর্মের কোনো সংঘর্ষ নেই। ইসলাম ধর্মের সাথে আমাদের শাড়ি পড়া, টিপ পড়ার কোনো সংঘর্ষ নেই। এ বিষয়গুলো অনেক আগেই মীমাংসিত হয়েছে।
১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙ্গালী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীরপাড় নির্মল পরিবেশে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হওয়া মেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আমরা বাঙ্গালী। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। এই বাঙ্গালী সংস্কৃতির ইতিহাসকে মুছে দেবার অপচেষ্টা করে লাভ নেই। বাঙ্গালী সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দ্বার করাতে যারা চায় তারাই দেশের শত্রু। ওই পেঁচা, ওই বাঘমামা সবই আমাদের লোকসংস্কৃতির অনুষঙ্গ। সাংস্কৃতির পূর্ণজাগরণ ঘটাতে এই মেলা বৈশাখী মেলা ভূমিকা রাখবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাবেক সভাপতি রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটোয়ারী, পিপি এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা উদীচী সাবেক সভাপতি দুলাল চন্দ্র দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি তপন সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। এদিনে মেলায় আগত দর্শনার্থীদের স্টল পরিদর্শন ও কেকাকাটার সাথে বিনোদনে ভিন্নমাত্রা যোগ করতে মঞ্চে মনোমুগ্ধকর গান ও নাচসহ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।