০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুদে উপস্থাপক সাহির এর আজ জন্মদিন

২০১৪ যখন ৩ বছর ছুঁই ছুঁই তখন থেকে প্রাণ আরএফএল এর কিডস চেয়ার এর বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে পথ চলা সাহির এর আজ ১৩ তম জন্মদিন। সাহির ২০০ + বিজ্ঞাপন সহ বাংলাদেশের সেরা রিয়ালিটি শো চ্যানেল আই গানের রাজার উপস্থাপক। বাংলাদেশের অন্যতম মেগা সিরিয়াল সাত্ ভাই চম্পাআর আমির চাঁদ। সাহির মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ সপ্তম শ্রেণির ছাত্র।

 

সাহির এর স্বপ্ন বড় হয়ে পাইলট হবে। সাহির বিজ্ঞাপনের পাশাপাশি ক্রিকেট থিম সং এর মডেল, নাটক ওয়েব সিরিজ, রাম্প শো, পোশাকের মডেল সহ ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ করছে। স্কুল এ টিচার এবং বন্ধুদের অনেক ভালোবাসা পায়। তেমনি মিডিয়ার মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন এবং এখন ও পাচ্ছেন। সকলের প্রতি কৃতজ্ঞ সাহির সকলের ভালোবাসা পার্থনা করেন । নতুন ভাবে আবার ও সাহির আসবে সকলের সামনে এমনটাই জানিয়েছেন সাহির।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

ক্ষুদে উপস্থাপক সাহির এর আজ জন্মদিন

আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

২০১৪ যখন ৩ বছর ছুঁই ছুঁই তখন থেকে প্রাণ আরএফএল এর কিডস চেয়ার এর বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে পথ চলা সাহির এর আজ ১৩ তম জন্মদিন। সাহির ২০০ + বিজ্ঞাপন সহ বাংলাদেশের সেরা রিয়ালিটি শো চ্যানেল আই গানের রাজার উপস্থাপক। বাংলাদেশের অন্যতম মেগা সিরিয়াল সাত্ ভাই চম্পাআর আমির চাঁদ। সাহির মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ সপ্তম শ্রেণির ছাত্র।

 

সাহির এর স্বপ্ন বড় হয়ে পাইলট হবে। সাহির বিজ্ঞাপনের পাশাপাশি ক্রিকেট থিম সং এর মডেল, নাটক ওয়েব সিরিজ, রাম্প শো, পোশাকের মডেল সহ ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ করছে। স্কুল এ টিচার এবং বন্ধুদের অনেক ভালোবাসা পায়। তেমনি মিডিয়ার মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন এবং এখন ও পাচ্ছেন। সকলের প্রতি কৃতজ্ঞ সাহির সকলের ভালোবাসা পার্থনা করেন । নতুন ভাবে আবার ও সাহির আসবে সকলের সামনে এমনটাই জানিয়েছেন সাহির।