উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৪৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহারুজ্জামান বলেন, কোথাও কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা এলাকা ঘুরে দেখেছি, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে।


























