ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (২৬ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টার পর্যন্ত।
এর আগে গত ২৮ এপ্রিল ব্যালট পেপারে নেই বরাদ্দকৃত প্রতীক- এমন অভিযোগ তুলে ভোটগ্রহণ স্থগিত চেয়ে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান এক প্রার্থী। ওই অভিযোগের প্রেক্ষিতে কসবার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে অপর সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদের প্রার্থীদের ভোটগ্রহণ স্বাভাবিক নিয়মে চলে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদসহ মোট ৫৭ জন প্রার্থী ২৮ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন। মোট ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
শিরোনাম
কসবা কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া নির্বাচনের ভোট গ্রহণ শুরু
-
কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি - আপডেট সময় : ০২:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- ।
- 229
জনপ্রিয় সংবাদ


























