রংপুরে বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের সহকারী প্রকৌশলীদের এক দফা দাবির তোপের মুখে অবরুদ্ধ নেসকোর ব্যবস্থাপক জাকিউল ইসলাম। আজ ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর লালবাগ সংলগ্ন নেসকোর কার্যালয়ে দীর্ঘদিনের বৈষম্য নিরসনে একদফা দাবিতে বিক্ষোভ করেন নেসকোর সহকারী প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা। এক দফা দাবিতে উল্লেখযোগ্য বৈষম্য হলো ব্যবস্থাপক জৈষ্ঠ্যতা মূল্যায়ন না করে পরিবার কেন্দ্রিক সদস্যদের পদোন্নতি দেওয়া তার নিয়মে পরিণত করেছে। পদোন্নতিতে ১২০ জনের পরীক্ষা নেয়া হলেও পরিবার ও পরিচিত মুখ দেখে তিনি স্বার্থ হাসিলের জন্য ৩৭ জনকে পদোন্নতি দেয়ার অভিযোগ করেন আন্দোলনকারী। বৈষম্যের অবসান করে চাকরিতে পদোন্নতি ও চুক্তিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। এসময় ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকরা তাদের কাজের ওভার টাইমের দাবি তুলে ধরেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নেসকোর সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান সাঈদ। নেসকোর ব্যবস্থাপক জাকিউল ইসলাম এবিষয়ে কথা বলতে রাজি হয়নি।




















