যশোরের বেনাপোল সীমান্তে ১শ’ বোতল ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক শেখ মফিজুর রহমান (২৯) আটক হয়েছে । শনিবার (৩১ আগষ্ট) বেনাপোল সীমান্তের বুজতলা টু পান্তাপাড়া ব্রীজের ওপর থেকে বিজিবি তাকে আটক করে। শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন।
বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল করে ফেনসিডিল নিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী বিজিবির দল পান্তাপাড় ব্রীজের ওপর অবস্থা নেয়। এসময় শেখ মফিজুর রহমান মফিজকে চ্যালেঞ্জ করে তার ঘাড়ে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ফেন্সিডিলসহ আটক মফিজের কাছ থেকে একটি পত্রিকার কার্ড উদ্ধার করা হয়েছে। তার মোটরসাইকেলের সামনেও পত্রিকাটির স্টিকার লাগানো ছিলো।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শেখ মফিজুর রহমান ঢাকা থেকে প্রকাশিত নাগরিক ভাবনা পত্রিকার শার্শা বেনাপোল প্রতিনিধি ছিলেন।
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০২৩ সালের ১৯ মার্চ তাকে কর্তৃপক্ষ পত্রিকায় ঘোষণা দিয়ে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করে।






















