১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন 

ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক আলমগীর কবিরের একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ অক্টবর) গভীর রাতে উপজেলার  বইলর ইউনিয়নের কানহর এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক আলমগীর কবির বণিক বার্তার ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
জানা যায়, সাংবাদিক আলমগীর কবির এক একর জায়গায় পাঙ্গাস চাষ করে আসছিল। মাছ গুলো প্রায় বিক্রির উপযোগী হয়ে উঠছিল। গতকাল শুক্রবার দিবাগত রাতে কে-বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করলে মাছ গুলো মরে ভেসে ওঠে। শনিবার সকালে পুকুরে গিয়ে দেখতে পায় মাছগুলো মরে পানির উপরে ভেসে আছে। হঠাৎ এভাবে বিষ প্রয়োগে মাছ নিধনে এলাকার মৎসচাষীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায়  ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
সাংবাদিক আলমগীর কবির সবুজ বাংলা পত্রিকাকে বলেন, প্রায় এক একর জায়গার উপর পুকুর খনন করে  মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
শুক্রবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুর পারে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায়  ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
 ত্রিশাল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আহাম্মদ বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

ত্রিশালে সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন 

আপডেট সময় : ০৬:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক আলমগীর কবিরের একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ অক্টবর) গভীর রাতে উপজেলার  বইলর ইউনিয়নের কানহর এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক আলমগীর কবির বণিক বার্তার ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
জানা যায়, সাংবাদিক আলমগীর কবির এক একর জায়গায় পাঙ্গাস চাষ করে আসছিল। মাছ গুলো প্রায় বিক্রির উপযোগী হয়ে উঠছিল। গতকাল শুক্রবার দিবাগত রাতে কে-বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করলে মাছ গুলো মরে ভেসে ওঠে। শনিবার সকালে পুকুরে গিয়ে দেখতে পায় মাছগুলো মরে পানির উপরে ভেসে আছে। হঠাৎ এভাবে বিষ প্রয়োগে মাছ নিধনে এলাকার মৎসচাষীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায়  ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
সাংবাদিক আলমগীর কবির সবুজ বাংলা পত্রিকাকে বলেন, প্রায় এক একর জায়গার উপর পুকুর খনন করে  মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
শুক্রবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুর পারে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায়  ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
 ত্রিশাল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আহাম্মদ বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।