গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধে নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে আব্দুল খালেক ভোলা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২০ অক্টোবর রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ভোলা একই গ্রামের মৃত আছর উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে মাঝেমধ্যেই তাদের কথা-কাটাকাটি হতো। গত রবিবার রাতে নাতি বউ রেখা বেগমের সঙ্গে দাদা শ্বশুর আব্দুল খালেক ভোলার বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগম লাঠি দিয়ে আব্দুল খালেককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে আটক করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, হত্যাকান্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শিরোনাম
সুন্দরগঞ্জে নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, আটক ২
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- ।
- 47
জনপ্রিয় সংবাদ





















