কিশোরগঞ্জ জেলা শহরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ৯ পাইকারি ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক শহরের বড় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
বাজার তদারকি অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মের ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেন তারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, আজ শুক্রবার সকাল ৭ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি কাঁচামালের বাজার বড় বাজারে বিশেষ টাস্কফোর্স টিম এ অভিযান পরিচালনা করে। এসময় মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট পাঁচটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর ভোক্তা-অধিকার কিশোরগঞ্জ চারটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে টাস্কফোর্স অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।






















