০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে এক যুবকের মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে মানিক মিয়া (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষে মানিক মিয়া বসতঘরের উত্তর পাশের কক্ষে ঘুমাতে যান। এ সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাকেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে মানিক মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে এক যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
শেরপুরের নালিতাবাড়ীতে মানিক মিয়া (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষে মানিক মিয়া বসতঘরের উত্তর পাশের কক্ষে ঘুমাতে যান। এ সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাকেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে মানিক মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শু/সবা