সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদর্শকে সমুন্নত রেখে জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পাওয়ার পর তিনি এসব কথা বলেন।
সানজিদা ইসলাম তুলি বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আমি কাজ করতে চাই। ধানের শীষের প্রতি মানুষের যে বিশ্বাস ও সমর্থন রয়েছে, তা নিয়েই বিজয়ী হতে চাই। এজন্য ঢাকা-১৪ আসনের জনগণের সার্বিক সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, “ঢাকা-১৪ আসনে বর্তমানে সুন্দর প্রতিযোগিতা চলছে। আমরা অপরাজনীতির সংস্কৃতি চাই না। মানুষ নিরাপদে বসবাস করবে, কেউ গুম হবে না—এমন একটি বাংলাদেশ আমরা চাই।”
বিএনপির নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর নীতি-পর্যায়ের যেসব সংস্কার প্রয়োজন, তা বিএনপি স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরেছে। “অন্যরা তাদের নীতি পরিষ্কার করতে পারেনি, কিন্তু বিএনপি তার নীতিতে দৃঢ় থেকে কাজ করে যাচ্ছে,” যোগ করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শু/সবা
























