মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপির নেতা সহ ৬ জন কে আটক করা হয়েছে।
গত শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ সিকদার (৫৯)।
সাইফুল ইসলাম শাওন (৩৪), লুৎফর রহমান বাদল সিকদার (৪২),শাখাওয়াত হোসেন (৩০),রেজওয়ান করিম (৩০) এরা সকলেই ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের বাসিন্দা। অপর জন,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আব্দুল খালেকের ছেলে ফুয়াদ হাছান (২৯)।
আটকের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৃথক দু’টি মামলায় তাদের কে আটক করা হয়েছে। আটককৃতদের মামলা রুজু পুর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।






















