সমাজসেবামূলক ‘ইউ আর ফর বেটার ওয়ার্ল্ড’ প্রোজেক্টের অধীনে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ০১ ওয়ার্ডে মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেমুয়া খানকা শরীফ হিফজ মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ শনিবার বিতরণ করা হয়।
এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) রোভার স্কাউট গ্রুপ, আমরা স্কাউট গ্রুপ, সমতট ওপেন স্কাউট গ্রুপ, সেবাব্রতি মুক্তি স্কাউট গ্রুপ, পিপলস ওপেন রোভার স্কাউট গ্রুপ, মাউন্টেন ওপেন স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ, সামাজিক সংগঠন “ডাহুক” এবং এক্সপ্লোরার ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা।
এসময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মো. আলী নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এম এমরান পাটোয়ারী,
খানকা শরীফ হিফজ মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর সাদেক জুলফিকার ও পরিচালনা কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ওয়ান ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাজী মোঃ ইরফান ও অফিসার হাসান আল মাহমুদ প্রমুখ।
ফেনী জেলার লেমুয়ায় আয়োজিত এই উপকরণ বিতরণ কার্যক্রমটি এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়েছে।
এছাড়াও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে।
এই উদ্যমী প্রকল্পের মাধ্যমে আয়োজকরা শিক্ষার্থীদের শিক্ষা জীবনে আরও অনুপ্রেরণা যোগানোর আশা করেন এবং ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন।






















