ঢাকা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে বাস-ট্রাক ও লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের দেবীদ্বার উপজেলা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক ( এসআই) গিয়াস উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে তিনি জনান, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক পাংচার হয়ে মাঝ রাস্তায় থেমে যায়। এ সময় পেছন থেকে কোম্পানীগঞ্জ থেকে দেবীদ্বারগামী রয়েল সুপার এসি নামে একটি বাস ও দেবীদ্বারগামী একটি লরি ট্রাকটিকে ধাক্কা দেয়,এতে ট্রাকটি দুমরে-মুচরে যায়। অপরদিকে বাস ও লরি রাস্তার পাশে উল্টে যায়। এতে তিনটি যানবাহনের চালকসহ কমপক্ষে অন্তত ৩০ জন আহত হয়। তবে এখন পর্যন্ত প্রাণহানির তথ্য নেই । তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত করেতে পারেননি কেউ। পুলিশ কর্মকর্তা আরো বলেন- যানবাহনগুলো উদ্ধার ও যানজট নিরসনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।






















