ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের অভিযানে ১ বছর সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইলের পৌর ও শেরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-রুকন উদ্দিন মু্ন্সি (৪৮) ও মোঃ কাইয়ুম (২০)। নান্দাইল মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ জানান, জেলা পুলিশ সুপার আজিজুল ইসলামের নির্দেশে এবং গৌরীপুর সার্কেল দেবাশীষের সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল উপজেলা এলাকায় বিভিন্ন অপরাধ নির্মুলে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে নান্দাইল থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিসহ দুই জনকে গতকাল ভোররাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম
নান্দাইলে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার
-
ময়মনসিংহ ব্যুরো - আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- ।
- 77
জনপ্রিয় সংবাদ






















