নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, সোনারগাঁয়ের মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে টিস্যু কারখানার প্রায় কয়েকশ’ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ওই কারখানার এক শ্রমিক জানান, রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পড়েছে এক ভবন থেকে আরেক ভবনে।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক সালাউদ্দিন বলেন, আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ১২টি ইউনিট ও মেঘনা গ্রুপের ২টি ইউনিটির চেষ্টায় সোমবার সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদও একই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও নারায়ণগঞ্জ স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪ ঘণ্টা পর সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
তবে প্রাথমিক আগুনের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।























