জামালপুর সদর উপজেলায় বিধবা খালেদা বেগমের (৭০) বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই যুবক।
সোমবার (২৫ নভেম্বর) রাতে জামালপুর পৌরসভার বগাবাইদ বোর্ডঘর এলাকা থেকে তাদের দুই জনকে আটক করে সদর থানা পুলিশ।
আটক হওয়া দুই যুবক হলেন, জামালপুর পৌরসভার উত্তর কাচারিপাড়া এলাকার তারা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮) ও ছনকান্দা উত্তর কুটুরিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে মুকুল হোসেন (৩০)।
খালেদা বেগম বলেন, আমার স্বামী মারা গেছে প্রায় দশ বছর। এক ছেলে ও দুই মেয়ে তার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটাও ঢাকায় থাকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে তিনি এবং তার ছেলের বউ বসবাস করেন।
তিনি আরোও বলেন, বেশকিছু দিন যাবৎ কিছু চাঁদাবাজ ৪-৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিলো। বিধবা খালেদা বেগম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আজকে তারা বাড়ির বাউন্ডারি ওয়াল ভাঙতে শুরু করে। কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।
এই ঘটনায় জামালপুর সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক বলেন, বৃদ্ধার কাছে আটককৃতরা চাঁদা দাবি করতে থাকেন। সোমবার তারা আবারো চাঁদা চাইতে গেলে খালেদা বেগম অস্বীকার করলে তারা দেয়াল ভাঙতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খালেদা বেগম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।




















