“অন্তর্ভূক্তি মূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
দিবস উপলক্ষে ৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে রাণীনগর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বিএনপির মোড় থেকে বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে তা প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার বিএনপির মোড়ে এসে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় থানা বিএনপির সাবেক সভাপতি এস, এম আল-ফারুক জেমস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রাজশাহীর সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষরাও উপস্থিত ছিলেন। সভায় অতিথিরা প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সেই বিষয়ে বক্তব্য রাখেন। প্রতিবন্ধীরাও অনুকথল পরিবেশ পেলে তারাও সমাজের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। তাই প্রতিবন্ধীরদের অবহেলা আর অবজ্ঞা না করে স্নেহ আর ভালোবাসা দিয়ে গড়ে তোলার প্রতি আহ্বান জানানো হয়।






















