পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ চারজন কে আটক করেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৪ বিজিবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় ফায়ারডিল, ০৬ বোতল ভারতীয় মদ, ০২টি পুরাতন মোটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন এবং ০৫টি সীম কার্ডসহ ০৪ জন চোরাকারবারী আটক করেন।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাট আমলা গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ ফিরোজ হোসেন(৩৮), চকমুলী গ্রামের তজিম উদ্দীনের ছেলে মোঃ মতিয়ার হোসেন(৩৫), চক নন্দল গ্রামের মৃত জিল্লু হাসদার ছেলে শ্রী পাউলুস হাসদা(২৭) এবং একই গ্রামের সরকার হাসদার ছেলে মিঠু হাসদা (২৫) পিতা-সরকার হাসদা। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৯৯ হাজার টাকা।
নওগাঁ সীমান্তে অবৈধ পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএম এস।






















