ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলামের বহিষ্কারের দাবিতে গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ত্যাগী নির্যাতিত নিপীড়িত সমর্থকবৃন্দের ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন হৃদয় সুপার মার্কেটের সামনে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে শতাধিক মানুষ প্রায় ১০ থেকে ১৫ মিনিট মানববন্ধন শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিএনপি নেতা মো. শহিদুল ইসলামকে পতিত স্বৈরাচার সরকারের দোসর, আওয়ামী সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গডফাদার বলে ব্যানারে উল্লেখ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মানববন্ধনে অংশ গ্রহণকারি এক ব্যক্তি জানান, গত ১৭ বছরে বিএনপির এই নেতার আমলনামা তালাশ করে দেখেন, বহু অপকর্মের কথা ও ঘটনা জানতে পারবেন। তিনি দল থেকে এই নেতা বহিষ্কার দাবির পাশাপাশি দেশের আইন প্রয়োগ সংস্থাসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সংস্থাকে তদন্তপূর্বক প্রচলিত আইনে শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে এদিন সকাল ১০টার দিকে হৃদয় সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সিটি গার্ডেন টুতে উপজেলা বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ওই আলোচনায় অংশ নেওয়ার কথা। মূলত জেলার নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্যই ওই স্থানে মানববন্ধন করা হয়েছে বলে ওই ব্যক্তি জানিয়েছেন।
শিরোনাম
ভালুকায় বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- ।
- 408
জনপ্রিয় সংবাদ






















