‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটির আয়োজনে আজ সোমবার জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পরে কোর্ট রোডে দাঁড়িয়ে মানববন্ধন করেন জেলার সচেতন নাগরিকেরা।
এরপর টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যুক্ত হয়ে রাঙামাটির জেলা দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক বক্তব্য রাখেন পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সারুল হাসান, খাগড়াছড়ি দুপ্রক সভাপতি মো: জসিম উদ্দিন মজুমদার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপ পরিচালক সুস্মিতা খীসা।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি সনাক, আইডিএফ এনজিওসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- ।
- 39
জনপ্রিয় সংবাদ






















