নওগাঁয় মাছ চাষে আশার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) শহরের ডানা পার্কে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয় ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী।
আশার জেলা ম্যানেজার টিএম আব্দুল হালিমের সভাপতিত্বে ও আশার জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাথর কেন্দ্রীয় কার্যালয় ঢাকার জুনিয়র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আশার কম্পিউটার প্রকৌশলী এনামুল হক প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো: বায়েজিদ হোসন। কর্মশালায় জেলার সদর, আত্রাই ও রাণীনগর উপজেলার মোট ৩০জন মৎস্য চাষীরা অংশ গ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করে মাছ উৎপাদন আরোও বৃদ্ধি করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।




















