আজ ১০(ডিসেম্বর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ভূমি অফিসে বেলা সাড়ে বার টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ফোন পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেসকাতুল জান্নাত রাবেয়া ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি সান্ত করে ও ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা দেবাংশু সূত্র ধরকে উদ্ধার করে তার কার্যালয়ে নিয়ে আসেন।
দেবাংশু সূত্রধর প্রায় ১ বছর আগে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থেকে বদলী জনিত কারনে একই উপজেলার নাছিরাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।তার সার্ভিস বুক লিপিবদ্ধ করার জন্য সে সহকারী কমিশনার ভূমি ভাঙ্গা এর কার্যালয়ে আসার পথে উক্ত ইউনিয়ন ভূমি অফিসে যান।
ঐ খানে তাকে দেখতে পেয়ে স্হানীয় রুহী মালাকার পিতাঃ দূর্গা মালাকার অতর্কিতে দেবাংশু সূত্রধরের উপর আক্রমণ করে ও শারিরিক ভাবে লাঞ্ছিত করে। পরবর্তীতে রুহী মালাকার ফোন করে আরও লোকজন এনে সাবেক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেবাংশু সূত্রধর ও বর্তমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিমকে অবরুদ্ধ করে রাখে ও শারিরিক ভাবে লাঞ্ছিত করে।
ঘটনার সূত্রে জানাযায় দেবাংশু সূত্রধর কালামৃধা ইউনিয়নে কর্মরত থাকা অবস্হায় রুহী মালাকার একটি ভিপি ক”তফসিল ভূক্ত জমি রায় পেয়েছিলো।উক্ত রায়ের রিপোর্ট প্রদানের জন্য দেবাংশু সূত্রধরের উপর ন্যাস্ত হলে সে কাগজপত্রের আলোকে রিপোর্ট প্রদান করে।
অপর পক্ষ জানতে পেরে উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য আদালত থেকে স্হগিতাদেশ জারি করে।
রুহী মালাকারের ধারণা সাবেক ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) দেবাংশু সূত্রধর ঐ পক্ষের হয়ে কাজ করছে এবং এই উদ্দেশ্যেই অফিসে এসেছে।এ জন্যই তাকে মেরেছি বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।
সহকারী কমিশনার ভূমি ভাঙ্গা মেসকাতুল জান্নাত রাবেয়া ঘটনাস্থলে পৌঁছে কালামৃধা ইউনিয়ন ভূমি অফিস থেকে দেবাংশু সূত্রধরকে উদ্ধার ও এলাকার লোকজনের সাথে কথা বলেন।এ সময় রুহী মালাকার সহ স্হানীয় বহু লোকজন উপস্থিত ছিলো। তিনি আইন নিজের হাতে না নেয়ার এবং যে কোন প্রয়োজনে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে যোগাযোগ করার কথা বলেন।
উক্ত ঘটনার সিদ্ধান্তের ব্যাপারে তিনি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে সবাইকে আস্বস্ত করেন। পরে তিনি দেওড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এই ঘটনায় উক্ত বাজার কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
শিরোনাম
কালামৃধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে অফিসে হামলা ও শারিরিক ভাবে লাঞ্ছিত
-
ফরিদপুর সদরপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- ।
- 346
জনপ্রিয় সংবাদ
























