যশোরের অভয়নগরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার পুড়াখালীর নন্দীর বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অভয়নগরের শংকরপাশা গ্রামের ইসমাইল হোসেন (৩২) ও মহাসিন মল্লিক (৪০)। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের একজন ব্যবসায়ী ও আরেকজন কর্মচারী।
স্থানীয়রা জানিয়েছেন, অভয়নগরের পুড়াখালী গ্রামের ফকিরবাগান মোড় এলাকায় ইসমাইলের রড, সিমেন্টের দোকান আছে। মহাসিন সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার রাতে দোকান বন্ধ করে তারা মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মহাসিন আর পেছনে ছিলেন ইসমাইল। তারা পুড়াখালীর নন্দীর বটতলা এলাকায় পৌঁছালে
নড়াইলগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। আঘাতে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমাদুল করিম জানান, ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে।




















