ফেনীর পরশুরামে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চশমার ফ্রেম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মজুমদারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪ ব্যাটালিয়ান’র অধিনস্ত্য পরশুরাম মজুমদারহাট বিওপির কমান্ডার আব্দুর রশিদের নেতৃত্বে ৫ হাজার ২শ ৭৪ পিস ভারতীয় চশমার ফ্রেম জব্দ করা হয়েছে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
চোরাকারবারিরা ফেনীতে নেওয়ার জন্য এসব চশমার ফ্রেম ভারত থেকে অবৈধ পথে এনে একটি বাড়িতে মজুদ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি সদস্যরা এসব মালামাল জব্দ করে।
মজুমদারহাট বিওপির কমান্ডার আব্দুর রশিদ জানান মেইন পিলার ২১৬০/৩ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরখুমা নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ৫ হাজার ২ শ ৭৪ পিস চশমার ফ্রেম জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৪৭ লাখ ৪৬ হাজার ৬শ টাকা।
জব্দকৃত মালামাল পরশুরাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চশমার ফ্রেম জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।






















