ফেনীতে কিছুতেই থামছেনা সন্ত্রাস ও চাঁদাবাজী। বন্ধ
হচ্ছে একের পর এক উন্নয়ন কাজ। এতে করে চাঁদাবাজদের দৌরাত্ম্যে
অতিষ্ঠ হয়ে উঠছে এলাকায় সাধারণ মানুষ। অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আতংকে দিনপার করছে সাধারন মানুষ।
ফেনী সদর উপজেলার ফজিলপুরে রাস্তার কাজে দাবীকৃত চাঁদা না পেয়ে ঠিকাদারের স্কেভেটর সহ ৫০লাখ টাকার মালামাল লুট ও গাড়ী আগুন দিযে জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে স্থানীয় এলাকাবাসী।
ফাজিলপুর গুদাম বাজার মজিবিয়া মাদ্রাসার সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন শিবপুর মহিলা মাদ্রাসার
সাবেক সভাপতি আলমগীর হুমায়ুন, সভায় বক্তব্য রাখেন শিবপুর
উন্মুল মোমেনিন মহিলা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ফজলুল হক, ফাজিলপুর শিবপুর হিফজুল এতিম খানার তত্ত্বাবধায়ক মাওলানা
মুনির আহমেদ, রানা মোটর্স ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার
আনোয়ার হোসেন, ফাজিলপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহদি হাসান। এসময়ে উপস্থিত ছিলেন
এলাকায় সমাজ সেবক হেদায়েত উল্রাহ, মোঃ জামাল উদ্দিন , সাবেক ইউপি মেম্বার মোঃ দুলাল, সেচ্চাসেবক দলের নেতা সাযেদুল ইসলাম,সমাজ সেবক কামরুল, করিমুল
সহ এলাকায় হাজারো নারী – পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
তারাএলাকার উন্নয়ন কাজে বাঁধা ও এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্রাসীরা গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
বৃহস্পতিবার মধ্যরাতে চাঁদার দাবীতে ফাজিলপুরের বটতলা বাজার এলাকায় রাস্তার পাশে ঘাটিয়াল নির্মান সামগ্রিতে আগুন জ্বালিয়ে দেয় সন্ত্রাসীরা।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে।
পুলিশ ও ঠিকাদার সূত্রে যানাযায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর বটতলা সড়কের কোটি টাকার সড়ক নির্মান কাজ করেন রানামোটরর্স নামে একটি ঠিকাদরী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের পক্ষে কাজটি শুরু করে স্থানীয় বিএনপি নেতা ফখরুল ইসলাম। বুধবার বটতলী বাজার এলাকায় রাস্তার এজিংয়ের মাটি কাটা শুরু করলে স্থানীয় বিডিআর আলম রাস্তার মাটি কাটতে বাঁধা সৃষ্টি করে এবং ৫লাখ টাকা চাঁদা দাবী করে। ঠিকাদার ফখরুল ইসলাম শুক্রবার এ বিষয়ে স্থানীয়দের সাথে আলাপ আলোচনা করে কাজ শুরু করবে বলে ঠিক করেন। বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা ঠিকাদারের মালার ও স্কেভেটর গাড়িটি আগুণ দিয়ে জ্বালিয়ে দেয় অনন্য মালামাল ভাংচুর করেন।
স্হানীয়না জানালে বোগদাদিয়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কামরুল ও আব্দুল রহিম নামে দুই জনকে আটক করে। কামরুল কে জেলহাজতে প্রেরণ করা হলেও আবদুর রহিম কে ছেড়ে দেয় পুলিশ।
ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান বলেন আমি এ ঘটনায় জড়িত নয়।একটি কু চক্রীমহল বিএনপির সুনাম নষ্ট করতে
এ সকল অপকর্ম করছে। তারা বিএনপির কেউনা। এসকল চাঁদাবাজের
গ্রেফতার দাবী করেন।
বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন ঠিকাদার
ক্ষতিগ্রস্থ ফখরুল ইসলাম এ বিষয়ে মামলা করেন । আমার দুইজনকে আটক করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





















