বগুড়া পত্রিকা হকার্স ইউনিয়নের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা শ্রম দপ্তরের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করেন, সদর উপজেলার নাটাইপাড়া বৌবাজার বিলপাড়া এলাকার মৃত খগেন চন্দ্র দাস এর ছেলে শ্রী কালু চন্দ্র দাস ও শাজাহানপুর উপজেলার মৃত কুরবান আলীর ছেলে জাহিদুল ইসলাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন রেজি নং রাজঃ ৯১৪ এর নাম ব্যবহার করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে ডিজিটাল প্যানা শহরের গুরুত্বপূর্ণ জায়গাতে টানিয়ে দিয়েছে যা ট্রেড ইউয়িনের আইনের পরিপন্থী। এতে প্রকৃত সংগঠনের নেতা-কর্মীরা নানাভাবে বিভ্রান্ত হচ্ছে।
এ বিষয়ে লিখিত অভিযোগ করে প্রতিকার চান তারা।
























