মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান খান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে নালীর নিজ বাড়ি থেকে গ্রেফতার মাসুমকে আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন জনকণ্ঠকে জানান, ৫ আগস্ট উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাসুমকে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় এজাহার নামীয় অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















