সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুল তুলতে নিষেধ করাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। গত ১৬ ই ডিসেম্বর উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ঐ এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৫০) বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, গত রবিবার ১৫ ডিসেম্বর সকাল ১১ টার দিকে ৪ নং প্রতিপক্ষের মেয়ে বৃষ্টি খাতুন (৬) বাদীর বাড়িতে গোলাপ ফুল তুলতে আসলে তিনি গোলাপফুল তুলতে বাধা দেন। পরে বাদী জানতে পারে মেয়েটি তার বাড়িতে গিয়ে তাকে মারধোর করেছে বলে জানায়।
এ ঘটনায় অভিযুক্ত ১নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগিতায় বাদী নরুল ইসলাম ও বেলাল শেখকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে মারতে থাকে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসকের চিকিৎসার পর বাদী নুরুল ইসলামের জ্ঞান ফিরে আসে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় জীবন যাপন করছে।
এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে বিবাদী মুকুল গং দের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায় নাই।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















