শনিবার ২১ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর রাজারহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর রাজারহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এ্যাড. ইয়াছিন আলী সরকার এর মাধ্যমে উপজেলা শাখায় মাওলানা শাহজালাল বসুনিয়াকে সভাপতি ও আমিনুল ইসলামকে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন এবং শপথ পাঠ করান। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কফিল উদ্দিন, এ্যাড. আহাম্মদ আলী সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
উক্ত কমিটির মান উন্নয়নের জন্য ০৭ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী কমিটি গঠন করা হয়। উপজেলা কার্যকরী কমিটির সভাপতি শাহজালাল বসুনিয়া ও সেক্রেটারী আমিনুল ইসলাম সহ বাকী ০৫ জন হলেন, সহ সভাপতি সাদেকুল ইসলাম, জাহিদুল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী এবং সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।



















