ফেনীর সোনাগাজী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ছাগলনাইয়া উপজেলার সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত সাইফুল (৩১)কে তার সহযোগী সহ গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
আজ রবিবার দুপুর ২টায় সোনাগাজী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উভয়কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের উপস্থিতির খবর জানতে পেরে সোনাগাজী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করলে এ সময় ছাগলনাইয়া উপজেলার কুখ্যাত ডাকাত সাইফুল (৩১) ও তার সহযোগী মেহেদী হাসান (২১) গ্রেফতার হয়।
ডাকাত সর্দার সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির, দস্যুতা সহ ৬টি জিআর এবং ০৬ টি নন জিআর মামলার রয়েছে। সে ছাগলনইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। সহযোগী মেহেদী হাসান সোনাগাজী পৌর সভার ২নং ওয়াডের আলা উদ্দিনের পুত্র।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজীদ আকন ডাকাত সর্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।




















