০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

Oplus_131072

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান পরিবার।
সমন্বয়ক আহসান হাবীবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে আন্দোলনে অংশগ্রহনকারী অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রস্তুতি কাউন্সিল কমিটির আহবায়ক নিয়তি সরকার নিতু জানান, জুলাই আগস্টে আন্দোলনে যারা অংশ নিয়েছিলো তারা মৃত্যুর ঝুঁকি নিয়েই সক্রিয় ভুমিকা পালন করেছে। আন্দোলন পরবর্তী তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, বগুড়ায় আন্দোলনকারী আহসান হাবীবের বাড়ির দেয়ালে লিখিত হুমকির পিছনে যারা যুক্ত, তাদের সনাক্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতংকের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

আপডেট সময় : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান পরিবার।
সমন্বয়ক আহসান হাবীবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে আন্দোলনে অংশগ্রহনকারী অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রস্তুতি কাউন্সিল কমিটির আহবায়ক নিয়তি সরকার নিতু জানান, জুলাই আগস্টে আন্দোলনে যারা অংশ নিয়েছিলো তারা মৃত্যুর ঝুঁকি নিয়েই সক্রিয় ভুমিকা পালন করেছে। আন্দোলন পরবর্তী তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, বগুড়ায় আন্দোলনকারী আহসান হাবীবের বাড়ির দেয়ালে লিখিত হুমকির পিছনে যারা যুক্ত, তাদের সনাক্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতংকের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।