১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে বৈষম্য বিরোধী ছাত্রজনতা তুলে দিল পুলিশের হাতে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিককে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

 

গতকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে তার ঢাকার বাসায় এ-ই ঘটনা ঘটে। আটক বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকের স্ত্রী উম্মে হালিমা বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিছু লোকজন আমাদের বাসা ঘিরে ফেলে। নানা নাটকীয়তার পর রাত আড়াইটার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে কী কারণে গ্রেপ্তার করা হলো তা আমি জানি না। তার নামে কোন মামলা ছিল না, তিনি শারীরিকভাবে অসুস্থ। গত এক বছর ধরে ব্রেন স্ট্রোক করে রীতিমতো শয্যাশায়ী। এ ঘটনায় তার পরিবার আতঙ্কিত।

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তাকে আমাদের হাতে তুলে দেয়। আমরা তাকে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসি। সকালে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ‘তাকে আমাদের থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। তাকে কোন মামলা আটক করা হলো তা পরে জানাতে পারব।

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে বৈষম্য বিরোধী ছাত্রজনতা তুলে দিল পুলিশের হাতে

আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিককে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

 

গতকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে তার ঢাকার বাসায় এ-ই ঘটনা ঘটে। আটক বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকের স্ত্রী উম্মে হালিমা বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিছু লোকজন আমাদের বাসা ঘিরে ফেলে। নানা নাটকীয়তার পর রাত আড়াইটার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে কী কারণে গ্রেপ্তার করা হলো তা আমি জানি না। তার নামে কোন মামলা ছিল না, তিনি শারীরিকভাবে অসুস্থ। গত এক বছর ধরে ব্রেন স্ট্রোক করে রীতিমতো শয্যাশায়ী। এ ঘটনায় তার পরিবার আতঙ্কিত।

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তাকে আমাদের হাতে তুলে দেয়। আমরা তাকে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসি। সকালে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ‘তাকে আমাদের থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। তাকে কোন মামলা আটক করা হলো তা পরে জানাতে পারব।