দেখতে দেখতে শেষ হলো ২০২৪ সাল। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত সবাই।বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪ এর প্রাপ্তি- অপ্রাপ্তির হিসাবকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল আন্দোলন – সংগ্রাম। বছরের বেশিরভাগ সময়ই পার হয়েছে বিভিন্ন সমালোচনা,আন্দোলন ও পদত্যাগের খবরে। ২০২৫ সালে প্রবেশের আগে দেখে নেয়া যাক, কেমন ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সাল।
ডি-নথির যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয়
ডি-নথি বা ডিজিটাল নথির যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয়ের ৯ টি দপ্তরে এ ডিজিটাল নথি কার্যক্রম পরিচালিত হবে। তবে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগগুলোকে এ কার্যক্রমের আওতাভূক্ত করা হবে জানা যায় ।
কোটা আন্দোলনে শহীদদের স্মরনে ববিতে ১ম শহীদ বেদী স্থাপন
সারাদেশে কোটা আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাধারণ শিক্ষার্থীরা শহীদ বেদী নির্মাণ করেছে। অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যই এই বেদী নির্মান করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ই জুলাই) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে রাস্তার পাশে এই শহীদ বেদী নির্মান করা হয়। বেদীর উচ্চতা ৩ফুট। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চাঁদা তুলে এই বেদী নির্মাণ করেছেন কোটা আন্দোলনে শহীদ ভাইদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে।
নির্মাণ শেষে রাত সাড়ে ৯টায় আজকের আন্দোলন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদদের স্মরনে শহীদ বেদীতে সালাম প্রদান করেন।
ববি ও বিইউপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপাচার্যের সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রমসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
ববির সকল কমিটি থেকে ড. কলিমউল্লাহকে অপসারণ করতে তিনদিনের আল্টিমেটাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একাডেমিক কাউন্সিল, পরীক্ষা কমিটি ও পূর্বের চাকরি গননা কমিটি পদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাবি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে স্থান দেওয়ার পর তাকে ৩ কার্যদিবসের মধ্যে তার পদসমূহ থেকে অপসারণ করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়।
রোববার (১৭ নভেম্বর) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ববি উপাচার্যের ভাইরাল ছবি বললেন,’এটা মানুষের ভালোবাসা ‘
গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো বদরুজ্জামান ভূঁইয়া। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পর বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আর সেই শুভেচ্ছা সম্বলিত ফুলের তোড়া চারপাশে সাজিয়ে ছবি তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট দিয়েছিলেন তার এক শিক্ষার্থী । সেই পোস্টটি সেয়ার করেছিলেন উপাচার্য । তবে ছবিটি ভাইরাল হওয়ায় পোস্টটি সরিয়ে নেওয়া হয়, যা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে ড. মো বদরুজ্জামান ভূঁইয়াকে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, উপাচার্য মাঝখানে বসে আছেন। আর তার চারপাশে রয়েছে শুভেচ্ছা সম্বলিত ফুলের তোড়া। ছবিটি নিয়ে নেটিজেনরা ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অংশ নিয়েছেন সমালোচনায়। তাদের মধ্যে রয়েছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও। আবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও । অবস্থান পরিস্কার করেছেন উপাচার্য নিজেও।
ববি উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ফুল যখন সরিয়ে ফেলা হচ্ছে তখন এক কর্মচারী বলে স্যার আপনাকে সবাই ভালোবেসে সম্মান হিসেবে এ ফুলের তোরা দিয়েছে। এগুলো নষ্ট হয়ে যাবে। যদি একটি ছবি তুলে রাখতেন তাহলে আজীবন স্মৃতি হয়ে থাকতো। তার কথায় আমিও তখন একটি ছবি তুলি। কিন্তু এটা এভাবে ভাইরাল করে মানুষ সমালোচনা করবে তা কখনো ভাবিনি। আর এটা তো আমি পোস্ট দেই নি। আমাকে নানা জায়গা নানা সময়ে মানুষ ফুল দেয়। সাক্ষাৎ করে। তা কখনো পোস্ট করি নি। যে যাই বলুক আমি মনে করি এটা মানুষের ভালোবাসা। আমি মানুষকে ভালোবাসি। মানুষ আমাকে ভালোবাসে।
কোটা পুনর্বহাল রায়ের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের দেওয়া রায় বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে এ প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ৫৬ শতাংশ কোটা কোনো দেশের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা হতে পারে না। মেধাবীরা পরিশ্রম করে চাকরি পাবে, কোটায় নয়। কোটা প্রথা কখনোই জাতির কল্যাণ বয়ে আনবে না। এটা দেশের মেধাবীদের সঙ্গে এক ধরনের উপহাস করা হচ্ছে।
১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা ববি শিক্ষক সমিতির
অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আগামী ১লা জুলাই (সোমবার) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। এসময় ক্লাস, পরীক্ষা সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
রোববার (৩০ জুন ) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার পর এ ঘোষণা দেয় ববি শিক্ষক সমিতি ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বLবিদ্যালয় কর্মকর্তাদের চলমান আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইপক্ষের ১০ জন কর্মকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন ব্যানার নিয়ে দাঁড়ালে অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তারা তাদের উপর হামলা করলে এ মারামারির ঘটনা ঘটে। প্রায় আধাঘন্টা যাবত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।সকাল নয়টায় ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন গ্রাউন্ড ফ্লোরে ব্যানার টানালে তা ছিঁড়ে ফেলেন অফিসার্স এসোসিয়েশনের কতিপয় কর্মকর্তা। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রাথমিকভাবে তা থামিয়ে দেন৷ পরে নতুন ব্যানার নিয়ে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ালে অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা প্রথমে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অফিসার্স এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা চড়াও হলে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
প্রশাসনের নির্দেশ থাকলেও হল ছাড়বে না ববির শিক্ষার্থীরা
সরকারি নির্দেশনা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় আজ বুধবার থেকে বন্ধ হচ্ছে। আবাসিক হলগুলোও ছাড়তে হবে শিক্ষার্থীদের । এমন নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা হল ছেড়ে যাবেন না।
বুধবার (১৭ই জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রাতে আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা হল ছাড়বেন না। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা যে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা বানচাল করতেই সরকার থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় শুভ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ হবে না। কেউ বন্ধ করতে আসলে খবর আছে। সবাই কর্মবিরতিতে। একমাত্র আমরাই আছি। বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি হবে না তা ঠিক করবে বরিশাল বিশ্ববিদ্যালয়। ঢাকা দিয়া অফিস আদেশ আসার কি আছে। তিনি আরো বলেন, হল খালি করতে পারবে না। বিদ্যুৎ লাইন কেটে দিলে, পানির লাইন কেটে দিলেও আমরা হল থেকে নামবো না ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ক্ষমা চেয়ে চলে গেল পুলিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে গেছে পুলিশ। এর আগে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের তোপের মুখে পড়েন তাঁরা। শিক্ষার্থীরা তাদের চারদিক থেকে ঘিরে ধরলে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটের মধ্যে মহাসড়ক থেকে পুলিশকে সরে যেতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পুলিশ সরে না গেলে ক্যাম্পাস থেকে ইটপাটকেল ছোড়ে শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের দোকানপাটে অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে ক্যাম্পাস বেরিয়ে মহাসরকে অবস্থান নিয়ে পুলিশকে ঘিরে ধরে শিক্ষার্থীরা। পরে কোণঠাসা হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। এ সময় তাদের নিরাপত্তা দিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
একদিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের পর সহকারী প্রক্টর এবং হল প্রভোস্টসহ আরও ১৭ জন দায়িত্ব ছেড়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে পদত্যাগ করেছেন তারা।পদত্যাগ করা ব্যক্তিরা হলেন সহকারী প্রক্টর পুম্পা রানী মজুমদার, ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, ড. মোহাম্মদ মাহফুজ আলম ও শাওন মিত্র, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শের-ই-বাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বঙ্গবন্ধু হলের সহকারী আবাসিক শিক্ষক কবির হাসান, শের-ই-বাংলা হলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, টিএসসি পরিচালক ড. রহিমা নাসরিন, গ্রন্থাগার ড. মো. সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আশিক ই ইলাহী, শের-ই-বাংলা হলের সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ নাকিবুল হাসান ও পরিবহন পুল ম্যানেজার মিজানুর রহমান।
সেশনজটে ‘বিসিএস’ স্বপ্নভঙ্গ ববির এক হাজার ত্রিশ শিক্ষার্থীর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ২৫টি বিভাগের মধ্যে সেশনজটের কারণে ১৫টি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক হাজারে ত্রিশ শিক্ষার্থী ৪৬তম বিসিএসে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, সেশনজটমুক্ত হওয়ায় ৯টি বিভাগের চারশত তেতত্রিশ শিক্ষার্থী অ্যাপিয়ার্ড দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আগামী শুক্রবার সারা বাংলাদেশে ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
জানা যায়, ওই শিক্ষাবর্ষের ২৪টি বিভাগের এক হাজারের অধিক শিক্ষার্থী সেশনজটের কবলে পড়েছেন। এর মধ্যে কয়েকটি বিভাগের ফাইনাল পরীক্ষা চলমান। আবার অনেক বিভাগের কবে নাগাদ অনার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে সেটা নিশ্চিত নয়।
শিক্ষার্থীরা জানান, সেশনজটের কারণে বিসিএস সহ অনেক সরকারি চাকরি থেকে পিছিয়ে পড়েছেন তারা। মাত্র ৯টি বিভাগ স্নাতক ফাইনাল পরীক্ষা শেষ করতে পারলেও বাকি বিভাগগুলো শিক্ষকদের গাফিলতি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীন আচরণের জন্য অন্যদের এমন সেশনজট তৈরি হয়েছে।
তীব্র তাপ প্রবাহের কারণে ববিতে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে
দেশব্যাপী চলমান তাপ প্রবাহের (হিট ওয়েভ) কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ২২ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। তবে চলমান পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।
রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরী আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের হল ও বাসায় থাকাসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিমাগো র্যাংকিংয়ে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নাম নেই ববির
গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব এ ৩টি সূচকের ফলাফল পর্যালোচনা করে বিশ্বে শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচন করে থাকে ‘সিমাগো ইনস্টিটিউশনস র্যাংকিং’ নামে স্পেনের একটি প্রতিষ্ঠান।
চলতি বছরের প্রকাশিত সেই তালিকায় দেশের সেরা ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নাম নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)। বৃহস্পতিবার (১৪ মার্চ) সিমাগো ইনস্টিটিউশন্সের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৪ সালের র্যাকিংয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তথ্য অনুসারে, সিমাগো র্যাঙ্কিং অনুযায়ী এই বছর বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডসহ সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের ৪টি, চীনের ৫টি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
২০২৪ সালের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮৪০তম স্থান অধিকার করে দেশসেরা হয়েছে—চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’। তালিকায় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাবলিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া দেশের মধ্যে তৃতীয় সেরা হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। চতুর্থ সেরা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। পঞ্চম সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ববিতে সাড়ে ৩ কোটি টাকার অডিট আপত্তি শিক্ষা অধিদপ্তরের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিরুদ্ধে মোট ১৫ অডিট আপত্তি দিয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। এর মধ্যে সাধারণ আপত্তি ৮টি, আর অগ্রিম আপত্তি ৭টি।
অগ্রিম আপত্তির ৭টিতে ২ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা এবং সাধারণ আপত্তির ৮টিতে জড়িত স্টীকার পরিমাণ এক কোটি ১৩ লাখ ৩ হাজার টাকা। মোট ১৫টি আপতির আসামার সংবাদজার টাকার অনিয়ম দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন-২০২২ থেকে এই তথ্য পাওয়া যায়।
শিক্ষা অডিট অধিদপ্তরের সূত্র জানায়, বিভিন্ন সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অডিট আপত্তিগুলো দেয়া হয়েছে, তার অধিকাংশই গুরুতর আর্থিক অনিয়ম, যা ধরন হিসেবে অগ্রিম উল্লেখ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মীম নিহত হয়েছেন।
বুধবার আনুমানিক রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ববিতে খেলা ছাড়াই রেফারির সম্মানি ব্যয় ৮০ হাজার টাকা
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শারীরিক শিক্ষা দপ্তরে দুর্নীতির হদিস মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে ফুটবল খেলার আয়োজন না হলেও খেলার আয়োজন দেখিয়ে বিল উত্তোলনের তোরজোড়ের প্রমাণ মিলেছে। যেখানে খেলাই হয়নি সেখানে রেফারি বিল হিসেবে ব্যয় দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। অর্থ দপ্তরে খোঁজ নিয়ে এতথ্য পাওয়া গেছে। অর্থ দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রেফারির সম্মানী হিসেবে ৮০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। যেখানে রেফারি সরবরাহকারী হিসেবে দেখানো হয়েছে শারীরিক শিক্ষা দপ্তরেরই উপপরিচালক মো. নুরুল ইসলামকে। খেলা না হলেও রেফারির খরচ দেখিয়ে নামে বেনামে এভাবে বিল উত্তোলনের তোড়জোড় করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর।
সেই শফিক মুন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, ববিতে প্রবেশে নিষেধাজ্ঞা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (ববি) সাবেক শিক্ষার্থী শফিকুর রহমান ওরফে শফিক মুন্সির বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে উত্যক্ত ও জোরপূর্বক সম্পর্ক স্থাপন চেষ্টার সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত কমিটি ও বিভাগীয় তদন্ত কমিটি। সাবেক এই শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এছাড়াও ছাত্রীর পক্ষে আইনি পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কইউম।
অফিস সময়ের তোয়াক্কা নেই ববির মেডিকেল সেন্টারের চিকিৎসকদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসকদের অফিস সময়ে অনুপস্থিতি, চিকিৎসায় উদাসীনতা ও শিক্ষার্থীদের সাথে চিকিৎসকদের যথাযথ আচরণের ঘাটতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ উঠেছে।সোমবার (২৯ জানুয়ারি) অসুস্থ অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে সেখানে সময়মত চিকিৎসক না পেয়ে ফিরে আসেন নূর মোহাম্মদ নামের এক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনোরকম অভিযোগ আসে নাই, আসলে অবশ্যই খোঁজ নিব। অনেক সময় গাড়ি আসতে একটু দেরি হয় সেকারণেও তারা সময়মত উপস্থিত হতে নাও পারেন।
ব্যাংক হিসাব নিজের নামে চাইলেন ববি ট্রেজারার
নিয়োগকৃত পদে যোগদানে আগেই প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থের হিসাব নিজের নামে স্থানান্তরের চেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খানের বিরুদ্ধে। এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ২৬ নভেম্বর বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ট্রেজারার হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান নিয়োগ পান। গত ২৬ নভেম্বর রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে যান। তবে নানা অভিযোগ এনে শিক্ষার্থীরা তাকে যোগদানে বাধা দেন।
পরবর্তীতে বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে ক্যাম্পাস প্রবেশের সব গেটে তালাবন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এরই ধারাবাহিকতায় ববির ১২৭ জন শিক্ষক স্বাক্ষরিত ট্রেজারারের নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদলিপি প্রদান করেন এবং ফ্যাসিস্টের দোসরদের নিয়োগের বিরুদ্ধে কর্মচারীরা ঐদিন বিকাল ৩টায় গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন করেন।
বুধবার (২৭ নভেম্বর) ক্যাম্পাসে কাজে যোগদান করতে না পেরে ট্রেজারার আবু হেনা রনি মোস্তাফা কামাল বিশ্ববিদ্যালয়ের সব অর্থ তার নামে অ্যাকাউন্ট করে ট্রান্সফার করতে হবে বলে সোনালী ব্যাংকের ববি শাখার ম্যানেজার ড. দিপু রাণী ভৌমিককে চাপ প্রয়োগ করেন। দিপু রাণী ভৌমিক প্রাথমিকভাবে এসব বিষয়ে রাজি না হওয়ায় তিনি বরিশালের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ববি শাখার ম্যানেজারকে অর্থের বিষয়টি নিয়ে চাপ প্রয়োগ করেন।
ইচ্ছামতো অফিসে আসেন ববি শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা সেলিনা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক জনাব সেলিনা বেগম অফিস করেন নিজের ইচ্ছামতো। মনে চাইলে অফিস করেন, না চাইলে অফিস করেন না তিনি। মাসের পর মাস এভাবেই চলছেন তিনি।
রোববার (২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে গিয়ে খালি পড়ে থাকতে দেখা যায় সহকারী পরিচালক সেলিনা বেগমের চেয়ারটি। পরে আবার বেলা ২টার সময় গিয়েও তার চেয়ারটি ফাঁকায় পড়ে থাকতে দেখা যায়।
দপ্তর সূত্রে জানা যায় তিনি এখনো অফিসেই আসেননি। মোবাইল ফোনে কল করা হলে তিনি জানান বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীনের রুমে আছেন তিনি। নিয়মিত অফিস না করার ব্যাপারে জিজ্ঞাসা করলে জনাব সেলিনা বেগম বলেন, এটা আমার অফিসের ব্যাপার। এই বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছি না বলে, ফোন কেটে দেন তিনি।
এর আগে গত ২৮ মে দপ্তরটিতে গিয়েও একই চিত্র দেখা যায়। দপ্তরের দুই সহকারী পরিচালকের চেয়ার ফাঁকা ফ্যান লাইট রীতিমতো চলছে। এটা দপ্তরটির বেলা ১২টার চিত্র। জানা যায়, এখনো অফিসে আসেননি দুই সহকারী পরিচালকের একজনও। বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল ৯টায় শুরু হলেও দুপুর ১২টায়ও কর্মকর্তারা হাজির হননি অফিসে।
দপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক সেলিনা বেগম অফিসই করেন না। কালেভদ্রে সপ্তাহে একবার অফিসে যা করেন তাও তার নিজের খেয়াল খুশি মতো। অফিসে যেদিন আসেন বেলা ১২টা, ১টা এমনকি বেলা ৩টার সময়ও তিনি অফিসে আসেন। মে মাসের ১৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত দপ্তরটির এটেনডেন্স শীটেও স্বাক্ষর নেই তাঁর। এই কর্মকর্তা অফিস ঠিকমতো না করলেও বেতনভাতা পাচ্ছেন ঠিকই নিয়মিত।
ক্লাস রুম সংকটে প্রায়ই খোলা মাঠে ক্লাস করেন ববি শিক্ষার্থীরা
শিডিউল অনুযায়ী শ্রেণিকক্ষ খালি না থাকায় প্রায়ই খোলা মাঠে ক্লাস করতে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার বাংলা বিভাগের ২০২১-২০২২ সেশনের নজরুল সাহিত্য বিষয়ক কোর্সের ক্লাস ছিলো দুপুর ১২ টায় কিন্তু যথা সময়ে ক্লাস রুম ফাঁকা না পাওয়ায় কোর্স শিক্ষক খোলা আকাশের নিচে উক্ত ক্লাসটি নেন।
ইন্টারনেট পরিষেবায় অসন্তুষ্ট ববি শিক্ষার্থীরা
ক্যাম্পাসের ইন্টারনেট পরিষেবা নিয়ে সন্তুষ্ট নয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতায় থাকলেও এর সুফল পাচ্ছেন না তারা। হঠাৎ হঠাৎ সংযোগ বিচ্যুতি ও ধীরগতির জন্য এ সেবা যেন একপ্রকার বিড়ম্বনার আর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে।
সম্প্রতি বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি কর্তৃক পরিচালিত এক জরিপে অংশ নেওয়া পাঁচশ শিক্ষার্থীর মধ্যে ৯২ ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসের ইন্টারনেট (ওয়াইফাই) পরিষেবা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। তারা তাদের প্রয়োজনে ক্যাম্পাসের ইন্টারনেট পরিষেবাকে যথেষ্ট মনে করছেন না।
বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় সাজেনি কোন আলোকসজ্জায়
প্রতি বছর বিজয় দিবসে রঙ্গিন আলোকসজ্জায় সজ্জিত হয় পুরো ক্যাম্পাস।কিন্তুু এ বছর বিশ্ববিদ্যালয়ে কোন আলোকসজ্জার ব্যাবস্থা করা হয়নি।এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা জানান বিজয় দিবসে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জার ব্যাবস্থা করা হয়।সেখানে বিশ্ববিদ্যালয়ের মত এত বড় একটি প্রতিষ্ঠানে বিজয় দিবসে আলোকসজ্জার ব্যাবস্থা করা হয়নি এটা খুবই দুঃখজনক ও প্রশাসনের উদাসীনতা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,প্রতিবছর আলোকসজ্জার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা পাঠানো হয়।কিন্তুু এবছর কেন্দ্রীয়ভাবে বিজয় দিবস উদযাপন নির্দেশনায় কোন আলোকসজ্জার কথা বলা হয়নি।
এছাড়াও এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভিসি শুচিতা শরমিনকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের হতাশা, পূরণ হচ্ছে না প্রত্যাশা
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) নিয়ে অধিকাংশ শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি কর্তৃক পরিচালিত একটি জরিপের ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে।
জানা যায়, গত ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ববি শিক্ষার্থীদের মধ্যে সমসাময়িক বিভিন্ন সংকট নিয়ে ‘স্টুডেন্ট ভয়েস: অ্যাড্রেসিং ইস্যুজ’-শীর্ষক একটি গবেষণা জরিপে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচ থেকে শুরু করে দ্বাদশ ব্যাচ পর্যন্ত মোট ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার মান ও সুযোগ-সুবিধা, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সুসম্পর্ক, লাইব্রেরির সুযোগ সুবিধা, শ্রেণীকক্ষ, আবাসন ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা, চিকিৎসা সেবা, পরিবহণ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার প্রতুলতা ও মান, মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজনীয়তা সহ আরো নানান দিক নিয়ে জরিপ চালানো হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ টি বিষয়ে জরিপে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে অর্ধশতাংশের বেশি সংখ্যক শিক্ষার্থীরাই এইসব বিষয়ে নেতিবাচক মত প্রকাশ করেন। অর্থাৎ, তারা বিশ্ববিদ্যালয়ের এ বিষয়গুলোর সম্পর্কে হতাশ ও অসন্তুষ্ট। অধিকাংশ শিক্ষার্থীদের দাবি, পূরণ হচ্ছে না তাদের প্রত্যাশার জায়গাগুলো।




















