কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সামাজিক সংগঠন ‘পথের আলো’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। গতকাল শনিবার ২৮ ডিসেম্বর রাজারহাট সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে সংগঠনের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে চল্লিশ জন শিশুকে শীতের জ্যাকেট বিতরণ করা সহ ৪২ জন সামাজিক মানবিক ব্যক্তিকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট।
পথের আলো রাজারহাটের সাঃ সম্পাদক মোশাররফ হোসেন বসুনিয়া সুইট এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আব্দুল হাই, শান্তি নগড় জামে মসজিদের খতিব সহ অধ্যাপক মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকি, আব্দুর রউফ, আহসান হাবীব কুইক, আবু শাহীন বাবু, আহমেদ শোয়েব, ইয়াসিন আরাফাত, হাফিজুর রহমান প্রমূখ ব্যক্তিবর্গ।



















