দেশে আটকে পড়া পাকিস্তানি জনগোষ্ঠীদের (বিহারি) সংগঠন স্ট্যান্ডেড পিপলস
জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) রংপুর শাখার আয়োজনে চার দফা দাবিতে
ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৯ ডিসেম্বর রবিবার
দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে জসিম উদ্দিন বলেন, আমরা এই দেশের নাগরিক, আমরা ভোটার হয়েছি, ভোট
দিয়েছি। কিন্তু ৯ ফুট বাই ৯ ফুট রুমের ভেতরে পরিবার নিয়ে ৩ থেকে ৪ জন করতে হয়। অনশন
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন রংপুর শাখার সভাপতি মো. শরফুদ্দিন, যুগ্ম সাধারণ স¤পাদক খুরশীদ
আলম প্রমুখ। বক্তারা বলেন, রংপুরে উর্দুভাষীরা (বিহারি সম্প্রদায়) স্বাধীনতার পর থেকে ১১টি
ক্যা¤েপ বসবাস করছেন। ঝুপড়িতে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করছে।
বিহারি জনগোষ্ঠীর বাসস্থান সমস্যার সমাধান করে সরকারিভারে পুনর্বাসন করাসহ চার দফা দাবি
জানানো হয়।
শিরোনাম
রংপুরে বিহারিদের চার দফা দাবিতে প্রতীকী অনশন
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- ।
- 50
জনপ্রিয় সংবাদ























