যশোরের বাঘারপাড়ায় মাদকাসক্ত ছেলে তারেকের লাঠির আঘাতে বাবা ইখলাস মোল্যার (৫০) মৃত্যু হয়েছে। মাদক সেবনের প্রতিবাদ করা নিয়ে দ্বন্দ্বে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে পেটানো হয়। রাত ১০ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইখলাস বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের মৃত ইজাজ মোল্যার ছেলে।
স্বজনরা জানিয়েছেন, তারেক মোল্যা একজন মাদকাসক্ত যুবক। নেশা করে প্রতিনিয়ত সংসারে অশান্তির সৃষ্টি করে। তার অত্যাচারে পরিবারের সদস্যরা রীতিমতো অতিষ্ঠ। সোমবার সন্ধ্যায় তারেকের মাদক সেবনের প্রতিবাদ করেন বাবা ইখলাস। এই নিয়ে বাবা ছেলের মধ্যে গোলযোগ হয়। এসময় তারেক ক্ষুব্ধ হয়ে বাঁশ দিয়ে ইখলাসের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান ইখলাস মোল্যা।
সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে ইখলাসের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পরই লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, মাদকাসক্ত ছেলে তারেকের হাতে বাবা ইখলাস খুন হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত তারেক পলাতক রয়েছে।




















