রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পার্কের মোড়ে পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ দুই নারীসহ তিন জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) একটি হলুদ রঙের একটি গাড়ি থেকে ২ জন নারী ও ১ জন পুরুষকে আটক করা হয়।
তাজহাট থানা পুলিশের ওসি শাহ আলম সরদার জানান, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করতেছি এবং পিস্তল গুলো আসল কিনা সেগুলো তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতদের পরিচয় ও তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
























