০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালমারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন 

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছরে পদার্পণ করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে  বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ১ জানুয়ারি বুধবার  বিকালে ৪টায় বোয়ালমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছোলনা সালামিয়া মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান।  এছাড়া  বক্তব্য রাখেন – পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, বোয়ালমারী সরকারি কলেজের জিএস রোকনুজ্জামান মিয়া বকুল, জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু, সাবেক ছাত্রদল নেতা মো. মুন্না রহমান, মিজান ঠাকুর, জং হাবিব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ রাফিউল আলম শৈবাল।
এসময় বক্তারা দলের নেতাকর্মীদের আহ্বান জানান – ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত একটি দল। রাজনীতির পাশাপাশি আমাদের পড়ালেখায় ফিরে যেতে হবে,  পড়ালেখা ছাড়া ছাত্রদলে কারো স্থান নেই, মাদকাসক্তদের ছাত্রদলে স্থান নেই। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল আগেও সোচ্চার ছিলো ভবিষ্যতেও থাকতে হবে।
জনপ্রিয় সংবাদ

বাকৃবিতে ১৯৯৬-৯৭ ব্যাচের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বোয়ালমারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন 

আপডেট সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছরে পদার্পণ করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে  বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ১ জানুয়ারি বুধবার  বিকালে ৪টায় বোয়ালমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছোলনা সালামিয়া মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান।  এছাড়া  বক্তব্য রাখেন – পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, বোয়ালমারী সরকারি কলেজের জিএস রোকনুজ্জামান মিয়া বকুল, জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু, সাবেক ছাত্রদল নেতা মো. মুন্না রহমান, মিজান ঠাকুর, জং হাবিব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ রাফিউল আলম শৈবাল।
এসময় বক্তারা দলের নেতাকর্মীদের আহ্বান জানান – ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত একটি দল। রাজনীতির পাশাপাশি আমাদের পড়ালেখায় ফিরে যেতে হবে,  পড়ালেখা ছাড়া ছাত্রদলে কারো স্থান নেই, মাদকাসক্তদের ছাত্রদলে স্থান নেই। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল আগেও সোচ্চার ছিলো ভবিষ্যতেও থাকতে হবে।