বৃহস্পতিবার ২জানুয়ারি রাজারহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয় রাজারহাট জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল এগারোটায় দিবসটি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” দিবসটির প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমাজসেবার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে আলোচনা করা হয়। সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব, মোছাঃ ববিতা খাতুন সহকারী সমাজসেবা কর্মকর্তা,মোঃ আরিফুল ইসলাম লাভলু উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল আনোয়ারী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কপিল উদ্দিন, রাজারহাট বাজার বণিক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা উমর ফারুক বিল্লা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী ও সাংবাদিক বৃন্দ।
শিরোনাম
রাজারহাটে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন
-
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- ।
- 246
জনপ্রিয় সংবাদ





















