রংপুরে গাঁজা, এয়ারগান ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রীসহ আল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহ¯পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা। এসময় আল আমিনে কাছ থেকে একটি এয়ার গান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০টি বান্ড গ্লোবস ১০০০টি সার্জিকাল গ্লোবস, ১০০টি কেনুলা, ৩২০টি বাটারফ্লাই সেট, ৮০টি জিটোন, ৩০০টি সিরিজসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়। পরে আল আমিনকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনী সুত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবন ও সার্জিক্যাল সামগ্রী বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, আল আমিনকে তাদের কাছে সোপর্দ করেছে।
শিরোনাম
রংপুরে গাঁজা ও সার্জিক্যাল সামগ্রীসহ গ্রেফতার ১
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- ।
- 78
জনপ্রিয় সংবাদ























