চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন চট্টগ্রাম নগরের কোতয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। তাকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করা হয়েছে। এতে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে তাকে লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে। পরে পাঁচলাইশ থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ নেজাম উদ্দিনকে থানায় আনার পর বিএনপির নেতাকর্মীরা পাঁচলাইশ থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে ছুটে যান। তখন তার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়।
এ বিষয়ে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম জানান, আওয়ামী লীগের আমলে নগরের কোতয়ালি, বাকলিয়া ও সদরঘাট থানার ওসি ছিলেন নেজাম। ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেফতার করেছেন। দলীয় লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চরম নির্যাতন করেছেন।
এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে পরে কথা বলবো।’
উল্লেখ্য, নেজাম উদ্দিন বর্তমানে সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরের কোতয়ালি, বাকলিয়া, সদরঘাট ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিরোনাম
চট্টগ্রামে সাবেক ওসিকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত বিএনপি নেতাকর্মীদের
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- ।
- 139
জনপ্রিয় সংবাদ




















