নাটক চর্চার অবকাঠামোগত সীমাবদ্ধতা, অর্থায়নের সংকটসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পর্যটকদের উদ্দেশ্যে মারমা জাতির ঐতিহ্যবাহী ‘মাছেং’ নাটক টেকনিক্যাল শো প্রদর্শিত হয়েছে।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজনে ইনস্টিটিউট হল রুমে নাটকটি প্রদর্শিত হয়
কংজপ্রু মারমা রচনায় লাব্রেচাই মারমা পরিচালনায় এই নাটকের ২০ জন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অড়ং থিয়েটারে নাট্যকর্মীরা।




















