চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই কনফারেন্স আয়োজন করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এছাড়া ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ উপস্থিত ছিলেন।
কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর অধ্যাপক আতাউর রহমান বেলাল, জাপানের দশিশা ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ সুগাই, ভিয়েতনামের ভিএনইউ ইউনিভার্সিটি অব ইকোনমিকস্ অ্যান্ড বিজনেস-এর হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম থুই ও কর্পোরেট প্রতিনিধি র্যাংকন-এর সিইও তানভির শাহরিয়ার রিমন।
এসময় উপস্থিত ছিলেন কনফারেন্সের কো-কনভেনার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অধ্যাপক ড. ফুয়াদ হাসান, অধ্যাপক ড. মীর হোসেন সোহেল, অধ্যাপক মোঃ বজলুর রহমান ও অধ্যাপক ড. শান্ত বনিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।




















