জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সারাদেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জে নানান প্রচারণা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি”। জুলাইয়ের প্রেরণা,দিতে হবে ঘোষণা “এই দাবিকে সামনে রেখে এবং ফ্যাসিবাদী ব্যাবস্থার বিলোপসহ ৭ দফা দাবি উল্লেখ করেন তারা।
ফরিদগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার (১১জানুয়ারী ২০২৫) সকালে শুরু হয় লিফলেট বিতরণ ও জনসংযোগ। পরে পুরো ফরিদগঞ্জ বাজারের ব্যাবসায়ী ও সচেতন মহলের মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ফরিদগঞ্জ থানার মোড়ে এসে শেষ হয়৷
এসময় সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান তানিম, মোহাম্মদ নাঈমুল ইসলাম, সালাউদ্দীন সালমা, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি মারজুক মুঈদ ও জাতীয় নাগরিক কমিটির ফরিদগঞ্জ প্রতিনিধি ডা: আবু ইউসুফ ও শরিফুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান মিরাজসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা৷
ক্যাপশন : ফরিদগঞ্জে লিফলেট বিতরণ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।




















